Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Hydraulic Elevator Dam
Details
চট্টগ্রামের আনোয়ারায় নির্মিত হয়েছে দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম। প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে উপজেলার বারখাইন ও বারুমচড়া ইউপির ভরাশঙ্খ খালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধানে এলিভেটর ড্যামটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে চীনের সরকারি প্রতিষ্ঠান বেইজিং আইডব্লিউএইচআর কর্পোরেশন।
 
পাঁচটি হাইড্রোলিক জ্যাক সংযুক্ত, ৩৮ মিটার দীর্ঘ এবং চার মিটার উচ্চতার এ ড্যাম উজান থেকে শিকলবাহা খাল হয়ে আসা মিঠা পানি সংরক্ষণ ও ভাটিতে সাগর থেকে শঙ্খ হয়ে আসা লোনাপানির অনুপ্রবেশ প্রতিরোধ করবে। যার ফলে ফসল রক্ষার পাশাপাশি পাঁচ ইউপির ৩ হাজার হেক্টর জমির সেচ সুবিধা সম্প্রসারিত হয়েছে। এতে ১৩ হাজার মেট্রিক টন ধান উৎপাদন বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
প্রকল্পটির পরিচালক দেবেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, দেশে অনেক রাবার ড্যাম থাকলেও হাইড্রোলিক এলিভেটর ড্যাম এটিই প্রথম। এটি সরকারের একটি পাইলট প্রকল্প। সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তিতে ড্যামটি ব্যবহার করা হবে
Images
Attachments
Publish Date
10/10/2020
Archieve Date
31/10/2020