শিরোনাম
বিএডিসি’র চেয়ারম্যান পদে জনাব মোঃ সায়েদুল ইসলাম এর যোগদান সংক্রান্ত
বিস্তারিত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ সায়েদুল ইসলাম ১৫ জুলাই ২০১৯ তারিখ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর চেয়ারম্যান পদে যোগদান করেছেন। ইতঃপূর্র্বে তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক (সম্মান) ও অস্ট্রেলিয়া হতে ডিস্টিংশনসহ পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি দেশে বিদেশে বিভিন্ন পর্যায়ে সরকারিভাবে প্রশিক্ষণ ও অসংখ্য সভা সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি কুষ্টিয়া জেলার সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।